ফের স্বমহিমায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! মিশরের ক্লাব জামালেকের বিরুদ্ধে একেবারে শেষ মিনিটে ট্রেডমার্ক হেড করে তাঁর দল আল নাসারকে (Al Nassr) ভরাডুবির হাত থেকে বাঁচালেন সিআর সেভেন। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামের ম্যাচটিতে ফরওয়ার্ড জিজো'র পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে গিয়েছিল জামালেক (Zamalec)।
ম্যাচের নির্ধারিত মুহূর্ত শেষ হতে আর যখন মাত্র ৪ মিনিট বাকি, সেই সময়ই যেন জ্বলে ওঠেন পর্তুগালের তারকা ফুটবলার! ৬ গজের বক্সের মধ্যে তাঁর সেই বিখ্যাত লাফ! হেডটা সামলাতেই পারেননি বিপক্ষ দলের গোলকিপার মহম্মদ সোভি। আর, এই হেডের ফলে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পোক্ত করে ফেলল আল নাসার।
আরও পড়ুন: রবিবার প্রথম অ্যাওয়ে ম্যাচে নামবেন, মেসিকে দেখতে ১৮ মিনিটে শেষ টিকিট
এই নিয়ে চলতি টুর্নামেন্টে মোট ২টি গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর আগে, গত সোমবার তিউনিশিয়ার ক্লাব আল মোনাতসিরের বিরুদ্ধে একটি গোল করে আল নাসেরের ৪-১ জয়ে সাহায্য করেছিলেন তিনি।
সেই ম্যাচটিতেও গোল করেছিলেন তাঁর বিখ্যাত হেডেই!