মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নামের সঙ্গে ‘অধিনায়ক’ জুড়তেই ফর্মে ফিরল চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান তুললেন রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে। শুধু তাই নয়, আইপিএলে (IPL 2022) চেন্নাইয়ের হয়ে জুটিতে সর্বোচ্চ রানের নজিরও গড়লেন তাঁরা।
প্রথমে ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের দাপটে ২০২ রান করে চেন্নাই। পরে সেই রানের মধ্যে কেন উইলিয়ামসনদের আটকে রাখলেন চেন্নাইয়ের (CSK beat SRH) বোলাররা। ৪ উইকেট নিলেন মুকেশ চৌধরী। ১৩ রানে ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকল সিএসকে।
আরও পড়ুন: চার উইকেট নিয়ে নায়ক মহসিন, দিল্লিকে ৬ রানে হারিয়ে প্লে-অফের কাছাকাছি লখনউ
জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন দলের (Sunrisers Hyderabad) হাল ধরার চেষ্টা করেন। ২৪ ম্যাচে ৩৯ করে আউট হন অভিষেক (Abhishek Sharma)। ৩৭ বলে ৪৭ রান করেন হায়দরাবাদ অধিনায়ক। নিকোলাস পুরান ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন।
তবু জেতাতে পারেননি দলকে। কারণ ২০২ রান তাড়া করতে নেমে বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করে দিল্লি। ১৩ রানে ম্যাচ জিতে যায় চেন্নাই। সিএসকে-র মুকেশ চৌধরী একাই ৪ উইকেট তুলে নেন। মিচেল স্যান্টনার এবং ডোয়েন প্রিটোরিয়াস ১টি করে উইকেট নেন।
এ দিনের ম্যাচ জিতে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার (IPL league table) উত্তেজনা বাড়িয়ে দিল।