আইপিএলে (IPL 2022) রবিবারের দ্বিতীয় ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস (CSK vs SRH) ও সানরাইজার্স হায়দরাবাদ। এই নিয়ে চলতি আইপিএলে (IPL 2022) দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে গত ৯ এপ্রিলের ম্যাচে চেন্নাইকে ৮ উইকেটে পরাজিত করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)।
১৪ বল বাকি থাকতেই ওই ম্যাচে জিতে গিয়েছিল কেন উইলিয়ামসনের দল। এই মুহূর্তে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে ৫ উইকেটে হেরে যায় তারা। অষ্টম স্থানে থাকা চেন্নাই সুপার কিংস আটটি ম্যাচ খেলে হেরেছে ছ'টিতে। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারে ১১ রানে। অর্থাৎ, শেষ ম্যাচে হেরে দুই দল মুখোমুখি হচ্ছে একে অপরের।
আরও পড়ুন: দিল্লিকে হারলে প্লে-অফের পথে আরও একধাপ, শীর্ষে উঠতে চান নেতা রাহুল
হায়দরাবাদের শেষ ম্যাচে শেষ বলে বাকি ছিল ৩ রান। ছয় মেরে ম্যাচ জেতালেন রশিদ খান (Rashid Khan)। রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স (Gujarat Titans)। বড় ইনিংস খেলেছিলেন ঋদ্ধিমান সাহা। শেষে রাহুল টেওটিয়া ও রশিদ খানের ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটান্স। ব্যর্থ উমরান মালিকের (Umran Malik) দুর্ধর্ষ বোলিং।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১১ রানে জিতল পাঞ্জাব কিংস(PBKS)। প্রথমে ব্যাট করে পাঞ্জাবের ইনিংস থামে ১৮৭ রানে। শিখর ধাওয়ানের(Shikhar Dhawan) অনবদ্য ৮৮ রানের সুবাদে খুব লড়াই করার মতো রান খাড়া করে পাঞ্জাব। যোগ্য সঙ্গত করেন রাজাপক্ষে(Bhanuka Rajapaksa)। কিন্তু অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর।
রবিবারের ম্যাচে দক্ষিণের দুই মহীরূহের মধ্যে কে কাকে টেক্কা দেয়, এখন সেটাই দেখার।