চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। হাতে চিড় নিয়ে দল থেকে বাদ পড়ে দেশে ফিরে গিয়েছেন তিনি। দেশে ফেরার পরই তিনি অবসর নিতে পারেন বলে শুরু হয়েছে জল্পনা। আর এই জল্পনা উসকে দিয়েছেন ওয়ার্নার স্বয়ং। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকেও নিশানা করেছেন এই বাঁ-হাতি। টুর্নামেন্টের মাঝে চোট পেয়ে দেশে ফিরে যাওয়ার ঘটনায় বেশ কিছু প্রশ্ন জন্ম নিয়েছিল ওয়ার্নারকে ঘিরে। তিনি অবসর নেবেন কি না, অথবা আবার টেস্ট ক্রিকেট খেলবেন কি না, এইসব নিয়েও প্রশ্ন উঠেছিল।
খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ৩৬ বছরের এই বিধ্বংসী ব্যাটার। শেষ ১৫টি ইনিংসে তাঁর সংগৃহীত রানও বেশ কম। গত ডিসেম্বরে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। ২০২০ সালের জানুয়ারি মাসের পর ওটাই ছিল তার একমাত্র তিন অঙ্কের রান।
দেশে ফিরে নির্বাচকদের বিরুদ্ধে তোপ দেগে ওয়ার্নার বলেন, ‘‘আমি বরাবর বলে এসেছি যে ২০২৪ সাল পর্যন্ত টেস্ট খেলতে চাই। তবে নির্বাচকদের আমাকে যদি যোগ্য মনে না হয় তাহলে সেটা আমাকে জানিয়ে দিলে আমি শুধু সাদা বলের ক্রিকেটেই মন দিতে পারি।’’