তিনি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক। তবু, অজি ক্রিকেট বোর্ডের নতুন নিয়মের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে টস করতে পারলেন না মিচেল মার্শ। তাঁর বদলে টস করলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নতুন নিয়মটি করোনা সংক্রান্ত। যেখানে বলা হয়েছে, কোনও ক্রিকেটার যদি কোভিডে আক্রান্ত হন, তাহলে তিনি ম্যাচে খেলতে পারবেন। তবে, মাঠে থাকা অন্যান্য ক্রিকেটারদের সঙ্তে তাঁকে দূরত্ব বজায় রাখতে হবে। টস করতে পারবেন না। কোনওরকম উচ্ছ্বাসেও সামিল হতে পারবেন না।
সেই নিয়ম মেনেই মাঠে রইলেন মার্শ। দল উইকেট পেলেও সতীর্থদের সঙ্গে গিয়ে উচ্ছ্বাস করতে পারেননি। আলাদা থেকেই উচ্ছ্বাসে শামিল হতে হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক কালে অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসাবে মার্শের করোনা হয়েছে। এর আগে ক্যামেরন গ্রিন এবং জশ ইংলিশও করোনায় আক্রান্ত হন। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে করোনা হয়েছিল ক্যামেরন গ্রিনের। তিনি ম্যাচেও খেলেন। তবে, নিয়ম মেনেই দূরত্ব বজায় রাখতে হয়েছিল তাঁকেও।