অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। সোমবার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার মূর্তিতে। সেই ঘটনাকে কেন্দ্র করে উৎসবে মেতেছে গোটা দেশ, যা ছুঁয়ে গেল বিখ্যাত ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকেও।
অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ওয়ার্নার টুইটারে পোস্ট করেছেন ভগবান শ্রীরামচন্দ্রের ছবি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন 'জয় শ্রীরাম'। অজি ক্রিকেটারের এমন টুইট ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় নেটিজেনদের একাংশ।
এর আগে সোস্যাল মিডিয়ায় রামমন্দির নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজও। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন জোহেনেসবার্গের ভারতীয় কনসাল জেনার মহেশ কুমার সহ দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ভারতীয়দের।