কোভিডে জর্জরিত দল। কিন্তু, তার আঁচ পড়ল না ম্যাচে। উল্টে গোটা দলই এমন চেগে থেকে খেলল যেন এটাই তাদের প্রথম ম্যাচ (IPL 2022)! ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ৫৭ বল বাকি থাকতে ম্যাচটি জিতে (Delhi beat Punjab) গেল ৯ উইকেটে।
ম্যাচের কয়েক ঘণ্টা আগেই জানা যায় যে, টিম সেইফার্ট ( Tim Seifert) করোনা আক্রান্ত হয়েছেন। মিচেল মার্শের পর দলের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার করোনা আক্রান্ত হন! দিল্লি শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৬!
ম্যাচের আগে দিল্লি (Delhi Capitals) দলের হেড কোচ রিকি পন্টিং (Ricky Ponting) জানিয়ে দেন যে, কোভিড ধাক্কায় সেভাবে পুরোপুরি প্রস্তুতিও সারতে পারেনি তাঁর টিম! তাও বুধবার বেব্রোর্নে দুরন্ত জয় পেল দিল্লি।
আরও পড়ুন: আদালতের নির্দেশ হাতে নিয়ে জাহাঙ্গিরপুরীতে বুলডোজারের সামনে বৃন্দা কারাত, থেমে গেল উচ্ছেদ
এদিন টস জিতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন ময়াঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) পঞ্জাবকে। কিন্তু দিল্লির বোলারদের দাপটে মাত্র ১১৫ রানে গুটিয়ে যায় ময়াঙ্ক অ্যান্ড কোং।
শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে পঞ্জাবের ব্যাটিং লাইন-আপ। টিমের সর্বোচ্চ স্কোর জীতেশ শর্মার (৩২)। এদিন স্পিন ও পেসের সংমিশ্রণে দিল্লি (Delhi Capitals) রীতিমতো কোণঠাসা করে দেয় পঞ্জাবকে। খলিল আহমেদ, ললিত যাদব, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব নেন দুটি করে উইকেট। একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার আর পৃথ্বী শ'এর দাপটে মাত্র ১০.৩ ওভারে ম্যাচ করে নেয় দিল্লি ক্যাপিটালস। ওয়ার্নার অপরাজিত থাকেন ৬০ রান করে।