শনিবার বিকেলে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ৪৩-তম ম্যাচে মুখোমুখি হবে এই দুই যুযুধান প্রতিপক্ষ। তাদের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয়ী হয় দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে তারা জয়লাভ করেছে মোট ৪'টি ম্যাচে। গুজরাতের বিরুদ্ধে ম্যাচটিতে জিতে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি। ওই জয়ের ফলে আরও পোক্ত হয়েছে তাদের প্লে-অফে খেলার সম্ভাবনাও।
অন্যদিকে, তাদের শেষ ম্যাচে রাজস্থানের কাছে ৯ উইকেটে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ৮'টি ম্যাচ খেলে তার মধ্যে মাত্র ৩'টি ম্যাচে জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ার দল। পয়েন্ট টেবিলে তারা রয়েছে অষ্টম স্থানে। যদিও, ফার্স্ট লেগের ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লিকে ২৯ রানে হারিয়ে দিয়েছিল মুম্বই। শুধু তাই নয়, এই দুই দলের মধ্যে শেষ তিনটি ম্যাচেও জয় পেয়েছে হার্দিক পান্ডিয়া'র দল।
শনিবারের ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে কি এই পরিসংখ্যান বদলাতে পারে? জানার অপেক্ষায় দুই দলের অনুরাগীরাই।