অবশেষে প্রকাশ্যে এল দিনক্ষণ। আইপিএলের মেগা নিলামে রিটেনশন তালিকায় কতজন প্লেয়ার রাখতে পারবে একটি ফ্র্যাঞ্চাইজি। শনিবার রাতে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, যে কোনও ফ্র্যাঞ্চাইজি ৬জন করে প্লেয়ার ধরে রাখতে পারবে। ৩১ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ তালিকা জমা দিতে হবে। নিলামের ২ মাস আগে এই নিয়ম প্রকাশ্যে আসায় স্ট্র্যাটেজি বানাতে সুবিধা হবে ফ্র্যাঞ্চাইজিগুলির।
আইপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এবার একটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ৫টি ক্যাপড প্লেয়ারকে ধরে রাখতে পারবে। আর সর্বাধিক ২টি আনক্যাপড প্লেয়ারকে দলে রেখে বাকিদের নিলামে তুলতে পারবে। শুধু তাই নয়, রাইট টু ম্যাচ কার্ডও ব্যবহার করা যাবে এবার নিলামে।
এতদিন পর্যন্ত রিটেনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন জানায়নি আইপিএল গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ অক্টোবর, বিকেল ৫টার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিতে তালিকা জমা দিতে হবে। এই এক মাসের মধ্যে যদি কোনও ক্রিকেটার জাতীয় দলে অভিষেক করেন, তা হলে রিটেনশন ক্যাটাগরিও সেই অনুযায়ী পরিবর্তিত হবে।
এবার আইপিএলে কত টাকা খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি! জানা গিয়েছে, পাঁচজন ক্যাপড প্লেয়ার সহ প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির পকেটে থাকে ১২০ কোটি টাকা। তার মধ্যে ৭৫ কোটি টাকা নিলামে খরচ করতে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি।
এবার কোথাও মেগা নিলামের আসর বসবে, তা জানা যায়নি। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বিদেশেই মেগা নিলামের আয়োজন করা হবে। গত বছরও দুবাইয়ে বসেছিল মিনি নিলাম। এবারও দুবাই বা দোহা-তে নিলাম হবে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এই মেগা নিলাম আয়োজন করবে আইপিএল গভর্নিং কাউন্সিল।