পৃথ্বী শ-এর প্রশংসায় দিল্লি ক্যাপিটালসের সিইও ধীরজ মালহোত্রা। তিনি জানান, আইপিএলের এই মরশুমে গেমচেঞ্জার হতে পারেন পৃথ্বী।
গাড়ি দুর্ঘটনার পর আইপিএল থেকে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। এবার তরুণ ক্রিকেটারদের মধ্যে ঋষভের পর সবথেকে নির্ভরযোগ্য পৃথ্বী। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে টিমের সিইও ধীরজ মালহোত্রা জানান, গত মরশুমে দুটি ম্যাচ একাই জিতিয়েছিলেন। তারপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ধীরজ জানান, তাঁর মনে হয়, এবার পৃথ্বী ভাল ফর্মে থাকবেন। আইপিএলে গেমচঞ্জার হবেন বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন - চতুর্থ টেস্টে বদলাতে পারে ভারতের প্রথম একাদশ, দলে আসতে পারেন ইশান কিষাণ
ঋষভ পন্থকে যে এবার দল মিস করবে, তাও জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সিইও। গাড়ি দুর্ঘটনার পর এখনও সম্পূর্ণ সুস্থ হতে পারেননি ঋষভ পন্থ। ফ্র্যাঞ্চাইজি চাইছে, পন্থকে ডাগআউটে যাতে আনা যায়, তাঁরা সেই চেষ্টা করছে।