সম্প্রতি ধোনির একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ফ্যানকে পাকিস্তান যাওয়ার পরামর্শ দিচ্ছেন ধোনি। কারণ ধোনি জানান ,'পাকিস্তানের খাবার লা জবাব।'
এই ভিডিয়ো ভাইরাল হতেই ধোনিকে দেশে ‘দাওয়াত’ দিলেন , ফাকর-ই-আলম। পাক ক্রীড়া জগতে তাঁর নাম ডাক রয়েছে। 'প্যাভিলিয়ন' নাম একটি শো সঞ্চালনা করেন তিনি। এবার তাঁর শোয়েই ধোনিকে ডাকলেন ফকর। সেই ভিডিও রিট্যুইট করে ফকর লেখেন, ‘মন জিতে নিয়েছেন, আপনার প্যাভিলিয়নে আসা উচিত আমাদের সঙ্গে। শুধু ক্রিকেটের জন্য নয়, খাবারের জন্য।'
উল্লেখ্য, প্রায় এক দশকের ও বেশি সময় হয়ে গেল ভারত পাকিস্তান সিরিজ বন্ধ রয়েছে। ওই দেশে আর খেলতে যান না ভারতীয় প্লেয়াররা। তবে , ক্রিকেটের ক্যাপ্টেন কুল, বেশ কয়েকবার পড়শি দেশে খেলতে গিয়েছেন।