নতুন কেন্দ্র। নতুন ময়দান। ভোট-প্রচারের ময়দানে নেমে নিজস্ব মেজাজে দিলীপ ঘোষ। শনিবার বর্ধমানে মর্নিং ওয়াকে গিয়ে ক্রিকেট খেললেন দিলীপ। বিপক্ষ প্রার্থীদের চ্যালেঞ্জ করে জানালেন, তিনি রিটায়ার্ডও নন, টায়ার্ডও নন। যে মাঠে যেমন পিচ থাকবে, তাতেই জেতেন তিনি।
দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ও বামেদের নতুন মুখ সুকৃতি ঘোষাল। শনিবার বর্ধমানে মর্নিং ওয়াকের সময় ক্রিকেট খেলেন তিনি। খেলার পর লোকো চিলড্রেন্স পার্কে ও যান তিনি।
গত মঙ্গলবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রচারের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ। আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে তৃণমূল কমিশনের দ্বারস্থ হয়। ওই দিন রাতেই দলের পক্ষ থেকে শো-কজ করা হয় দিলীপ ঘোষকে। গত বুধবার নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। তবুও তিনি যে দমে যাননি, তা বুঝিয়ে দিলেন মেদিনীপুরের বিদায়ী সাংসদ।