চলতি আইএসএলে (Isl) প্রথম জয় পেল এসসি ইস্টবেঙ্গল (Sc East Bengal)। নতুন কোচ মারিও রিভেরার (Mario Rivera) প্রথম ম্যাচেই, শক্তিশালী এফসি গোয়াকে (Fc Goa) হারিয়ে দিল শতবর্ষ পেরনো ক্লাব। নাওরেম মহেশ সিং-এর জোড়া গোলে ভর করে এল ইস্টবেঙ্গলের প্রথম জয়। হাসি ফুটল কোটি কোটি লাল হলুদ সমর্থকের মুখে।
নতুন কোচ মারিওর বুধবারই ছিল প্রথম ম্যাচ। প্রতিপক্ষ এফসি গোয়া ধারে ভারে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু দুরন্ত লড়াই উপহার দিল লাল হলুদের গোটা দল।
দ্বিতীয়ার্ধে প্রবল চাপ তৈরি করেও লাল হলুদের গোলমুখ খুলতে পারেনি গোয়া। এই জয়ের ফলে আইএসএলের লিগ টেবিলেও একধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ১২ ম্যাচে লালহলুদের পয়েন্ট ৯। লিগ টেবলের ১০ নম্বরে উঠে এল এসসি ইস্টবেঙ্গল। গত বছরের ৭ ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে আইএসএলে শেষ জয় পেয়েছিল লাল-হলুদ। প্রায় সাড়ে এগারো মাস গোয়ার মাঠে আইএসএলে তারা আবার জয়ে ফিরল।