মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়ে তাঁকে কলিঙ্গ সুপার কাপ দেখিয়ে আনলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সুপার কাপ জয়ের পরদিনই দেবব্রতকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন মমতা। বৃহস্পতিবার সুপার কাপ হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান দেবব্রত। সঙ্গে ছিল ফুলের তোড়া এবং মিষ্টির হাঁড়ি। মমতা ইস্টবেঙ্গল শুভেচ্ছা জানিয়েছেন৷ চলতি মরশুমে লাল হলুদ যাতে আরও ভালো খেলে, সেই শুভকামনাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
১২ বছর পর জাতীয় পর্যায়ের কোনও ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। রবিবার কলিঙ্গ স্টেডিয়ামে যখন ইতিহাস গড়ছেন ক্লেটন সিলভা, সৌভিক চক্রবর্তীর লা, মমতা তখন উত্তরবঙ্গে। সোমবার সকালে সেখান থেকেই ফোনে কোচ, ফুটবলার, কর্তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি৷ মুখ্যমন্ত্রী শহরে ফেরার পর তাঁর বাড়িতে গিয়ে কাপ দেখিয়ে আনলেন ইস্টবেঙ্গল কর্তারা।
Dental Student Arrested: তরুণীর ঘরে গোপন ক্যামেরা লাগিয়ে গোপন মুহূর্ত রেকর্ড! গ্রেফতার ডেন্টাল ছাত্র
সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। তবে আইএসএলে এখনও ৮ নম্বরে আছে লাল হলুদ। আগামী রবিবার মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে ডার্বি ম্যাচ দিয়ে শুরু হবে ইস্টবেঙ্গলের দ্বিতীয় পর্বের আইএসএল অভিযান।