বছরের শেষ হোম ম্যাচে শক্তিশালী ওড়িশা এফসির সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শেষ হল গোলশূন্য ভাবে৷ তবে জিততে পারত ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের অভিযোগ, একাধিকবার পেনাল্টি দেননি রেফারি।
এই ড্রয়ের ফলে ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। ওড়িশা ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে থাকল ৫ নম্বরে।
ধারে ভারে অনেক এগিয়ে থাকা ওড়িশার বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলল লাল হলুদ৷ ইস্টবেঙ্গলের তারকা বিদেশি সল ক্রেসপো এদিন খেলেননি। দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ক্লেটন সিলভা, পি ভি বিষ্ণু, নাওরেম মহেশরা। কিন্তু গোল আসেনি।
খেলার শেষ দিকে একবার নিজেদের পেনাল্টি বক্সে হাতে বল লাগে ওড়িশার মুর্তাদা ফলের। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। ইস্টবেঙ্গলের পিভি বিষ্ণুকে বক্সে ফেলা দেওয়া হয়। তখনও পেনাল্টির আবেদন জানান লাল হলুদ ফুটবলাররা৷ কিন্তু কর্ণপাত করেননি রেফারি৷ বরং ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতকে হলুদ কার্ড দেখান তিনি।