নতুন চেহারায় আসতে চলেছে ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ঢেলে সাজা হবে ইডেনের অন্দরমহল। ক্রিকেটারদের সাজঘর (Green Room) থেকে মাঠের ফ্লাডলাইট, বদলে যাচ্ছে পুরোটাই।
শৌচাগার, প্রেস বক্স, মিডিয়া সেন্টারও বদলে ফেলা হবে খোল নলচে। টেন্ডার ডাকা হয়েছিল সম্প্রতি, কাজো শুরু হয়ে যাবে খুব শিগগির।
ইডেনের ভোলবদল নিয়ে সভাপতি অভিষেক ডালমিয়া (CAB chairman Abhishek Dalmia) বলেছেন, “বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মাঠের সুনাম ধরে রাখার জন্যে প্রথম ধাপে ক্লাব হাউসের অন্দর, সাজঘর এবং মিডিয়া সেন্টারে বদল আনা হচ্ছে।”
Rahul Dravid : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অলরাউন্ডার হার্দিককে চান দ্রাবিড়
ইডেনের নতুন নকশা অনুমোদন করেছে অ্যাপেক্স কাউন্সিল। চলতি বছরেই নতুন চেহারার ক্লাবহাউস দেখতে পাওয়া যাবে বলে আশাবাদী অভিষেক।
ক্লাব হাউসের লোয়ার টায়ারের আসন বদলানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গোটা স্টেডিয়ামকে আরও সবুজ করে তুলতে গ্যালারির এফ, জি, এইচ স্ট্যান্ডের উপর ক্যানোপি বসানো কাজ হবে।
ক্লাব হাউসের ভিতরে থাকছে কপিল দেব এবং মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের ছবি।