সমস্ত ধরনের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিং (Harbhajan retires)। শুক্রবার এই ঘোষণা করার পর ৪১ বছর বয়সী 'টার্বুনেটর' বলেন, ''অনেকদিন ধরেই অবসর নেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু, কলকাতা নাইট রাইডার্সের প্রতি দায়িত্বপালনের জন্য এতদিন সিদ্ধান্তটা নিতে পারিনি"।
হরভজন (Harbhajan Singh) আরও বলেন, "সব ভালো কিছুই একদিন শেষ হয়। আজ সেরকমই একটি দিন। ক্রিকেটকে বিদায় জানানোর দিন আজ। আমার ২৩ বছরের ক্রিকেটীয় জার্নিতে যাঁরা যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ"।
১৯৯৮ সালের মার্চ মাসে প্রথম ভারতীয় দলে খেলেন 'ভাজ্জি' (Bhajji)। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সর্বকালের অন্যতম সফল ক্রিকেটার হিসেবে ধরা হয় তাঁকে। প্রথম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার চমকপ্রদ রেকর্ডটিও তাঁর দখলে।
২০০১ সালের ইডেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই রেকর্ড গড়েছিলেন হরভজন। ১০৩টি টেস্ট খেলে মোট ৪১৭ উইকেট নিয়েছেন তিনি৷ ২৩৬টি ওয়ানডে খেলে নিয়েছেন ২৬৯ উইকেট। টি-টোয়েন্টি খেলেছেন ২৮টি। সেখানে তাঁর উইকেটের সংখ্যা ২৫।
তাঁর অবসরের সঙ্গে সঙ্গেই শেষ হল ভারতীয় ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।