তাঁর মৃত্যুর পর চলে গিয়েছে আরও ৩ দিন। কিন্তু, তারপরেও যেন থেমে গিয়েছে ব্রাজিলের আত্মাটাই। চোখের জলে তার প্রিয়তম সন্তানকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। পেলে'র মৃত্যুসংবাদ শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছে অগণিত ব্রাজিলিয়'র জীবন। থেমে গিয়েছে বর্ষবরণের উৎসবও। জারি করা হয়েছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। পেলের প্রথম ক্লাব স্যান্টোসের স্টেডিয়ামে সোমবার থেকে ২৪ ঘণ্টার জন্য শায়িত থাকবে পেলের কফিনবন্দি দেহ। ফুটবলের প্রথম সুপারস্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ। সমুদ্র তীরবর্তী স্যান্টোস শহরে জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন পেলে। শুক্রবার থেকে ছোট, বড় কাটআউট, পোস্টারে ছেয়ে গিয়েছে শহর।
স্যান্টোস স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেন ১৬ হাজার মানুষ। স্টেডিয়ামের স্ট্যান্ডে তিনটে বিশাল পতাকা। একটিতে পেলের বিখ্যাত ১০ নম্বর জার্সি। অন্য পতাকায় বার্তা, ‘রাজা দীর্ঘজীবী হউন।’