ইউরো কাপ থেকে ছিটকে গেল পর্তুগাল। ১২০ মিনিটেও ম্যাচ গোলশূন্য থাকার পর ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরো অভিযান শেষ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সেমিফাইনালে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের।
রোনাল্ডো বনাম এমবাপে- আইডল এবং শিষ্যের এই যুদ্ধে শেষ হাসি হাসলেন এমবাপেই। যদিও দুজনেই এদিন নিষ্প্রভ ছিলেন। এমবাপে এততটাই অফ ফর্মে ছিলেন যে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের পর তাঁকে তুলে নেন ফরাসী কোচ দিদিয়ের দেশঁ।
তিনটি পেনাল্টি বাঁচিয়ে আগের ম্যাচেই নায়ক হয়েছিলেন পর্তুগালের গোলকিপার দিয়োগো কোস্তা। এই ম্যাচে অবশ্য একটিও পেনাল্টি বাঁচাতে পারেননি তিনি৷ ৫টি শটের সবকটিতেই গোল করেন ফরাসীরা৷ টাইব্রেকারে গোল করেন রোনাল্ডোও৷ তবে পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স পোস্টে মারেন।