মিউনিখ অপেক্ষায় মহাযুদ্ধের। ভারতীয় সময় মধ্যরাতে কিক-অফ। তার আগে সেমিফাইনাল এবং ফাইনাল যে বলে খেলা হবে, তা সামনে আনল অ্যাডিডাস। বার্লিনে এক ছিমছাম অনুষ্ঠানে এই বলকে সামনে আনা হল। কোম্পানির তরফে জানানো হয়েছে, গ্রুপের ম্যাচ যে বলে খেলা হয়েছে, তার থেকে খানিকটা ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে এই বলকে।
ফুসাবালিয়েব ফিনালে। এটাই ইউরোর শেষ তিনটি ম্যাচে বলের নাম। যার মধ্যে কৃত্রিম বু্দ্ধিমত্তাকে প্রয়োগ করা হয়েছে। সংস্থার দাবি এই বলের সাহায্য রেফারি এবং সহকারি রেফারিরা অফ সাইডের সিদ্ধান্ত আরও দ্রুত নিতে পারবেন। এছাড়াও খেলোয়াড়দের পজিশনও বুঝতে সাহায্য করবে এই বল।
গোটা টুর্নামেন্টে যে বলে খেলা হয়েছে, তাতে এভাবেই প্রযুক্তিকে প্রয়োগ করা হয়েছিল। এই বলকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি কোনও দেশ। বরং অ্যাডিডাসের এই বলকে স্বাগত জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহা তারকাও।