ইউরোর মঞ্চে মিথ ভাঙল ইংল্যান্ড। যে টাইব্রেকার গতবার তাদের এই মঞ্চে রানার্সের তকমা দিয়েছিল। সেই টাইব্রেকারে সুইৎজারল্যান্ডকে পাঁচ-তিন গোলে হারিয়ে এবারের ইউরোর সেমিফাইনালে উঠলেন ইংরেজরা। প্রথম ৯০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ত্রাতা হন সাকা। তাঁর বাঁ-পায় এই টুর্নামেন্টে ইংল্যান্ডকে ফের কোমা থেকে বার করে আনল। স্বস্তি দিল ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটকে।
গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল সুইৎজারল্যান্ড। প্রতিপক্ষ গত ইউরোর রানার্স ইংল্যান্ড। প্রথম ৪৫ মিনিটে দুটি দলই মোটামুটি ট্যাকটিক্যাল ফুটবল খেলে। তবে মাঝমাঝে ইংলিশদের নিয়ন্ত্রণ ছিল বেশি।
ম্যাচের ৭৫ মিনিটে ডুসেলড্রফে মুরাত ইয়াকিনের ছেলেরা হঠাৎ রং বদলে দেন। ইংলিশ ডিফেন্ডারদের ভুলে জর্ডন পিকফোর্ডকে পরাস্ত করে গোল করেন সুইফ ফুটবলার এমবোলে। তা-হলে কী চ্যাম্পিয়নদের পর এবার রানার্সদের পতনও সুইসদের হাতে ? এই ভাবনার মধ্যেই ইংল্যান্ডকে ভেন্টিলেশন থেকে বার করেন আনলেন সাকা। তাঁর বাঁ-পায়ের শট সুইস গোলকিপার ইয়ান সোমারকে পরাস্ত করতেই ডুসেলড্রফে স্বস্তি ফিরল ইংলিশ সমর্থকদের মধ্যে।