ডর্টমুন্ডে সিংহগর্জন। নজির তৈরি করে এই নিয়ে পরপর দু বার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে রবিবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের দল। ৯০ মিনিটে গোল করে এই ম্যাচের নায়ক ইংলিশ ফুটবলার ওলে ওয়াটকিন। হ্যারি কেনের বদলি হিসাবে মাঠে নেমে ইউরোর ফাইনালে দেশকে নিয়ে গেলেন এই ইংলিশ ফুটবলার। ম্যাচের সাত মিনিটে জাভি সিমন্সের গোলে এগিয়ে ছিলেন ডাচরা। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন ইংরেজ অধিনায়ক হ্যারি কেন। তারপর ডর্টমুন্ডে ম্যাচের ৯০ মিনিট। ওয়াটকিনের গোলে ফাইনালে উঠে প্রথমবার ইউরো জয়ের স্বপ্ন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটের চোখে।
বিদেশের মাটিতে ইউরোর কোনও সেমিফাইনাল জেতেনি ইংল্যান্ড। এতদিন এটাই ছিল দস্তুর। ডর্টমুন্ডে সেই মিথ ভাঙলেন ফিল ফোডেন, জুড বিলিংহ্যামরা। ডাচদের বিরুদ্ধে তাদের ছকে ফুটবল খেলে কমলা রং ফ্যাকাশে করে দিলেন ইংরেজরা। তাই সাত মিনিটে গোল খাওয়ার পরেও এই ম্যাচে নিজেদের গর্জন বজায় রাখল থ্রি লায়ন্স।
৮০ মিনিটের মাথায় জোড়া পরিবর্তনই ক্লিক করে গেল। হ্যারি কেন এবং ফিল ফোডেনের বদলি হিসাবে মাঠে নেমেছিলেন ওয়াটকিন এবং কোল পারমার। সাউথগেটের এই সাহসী চালে কিস্তিমাৎ। গোল করেও আলট্রা ডিফেন্সিভ ফুটবল খেলতে গিয়েই কাল হল ডাচদের। যার ফল ফের একবার চোকার্স তকমা নিয়েই ইউরো শেষ করল তারা।