বিশ্ব ফুটবলের মঞ্চে আজ তাঁরা চোকার্স নন। এই লক্ষ্য নিয়ে মঙ্গলবার ইউরোর নক-আউট খেলতে নামছেন ডাচরা। প্রতিপক্ষ রোমানিয়া। মিউনিখ স্টেডিয়ামে এই ম্যাচের আগে যা পরিসংখ্যান, তাতে শেষ পাঁচটি ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে এগিয়ে শুরু করবে নেদারল্যান্ডস। কিন্তু গ্রুপের ম্যাচে অস্ট্রিয়ার কাছে বিশ্রী হার যেন কাঁটা হয়ে রয়েছে ডাচদের মধ্যে।
এবার ইউরোর মঞ্চে দুরুন্ত শুরু করেছে নেদারল্যান্ডস। অস্ট্রিয়া ম্যাচের আগে পর্যন্ত অনেক প্রাক্তনই ডাচদের নিয়ে বাজি ধরেছিলেন। কিন্তু অস্ট্রিয়া ম্যাচের পর সেই মনোভাব বদলেছে। কিন্তু ডাচ কোচ রোনাল্ড কোম্যানের মনোভাবে বদল ঘটেনি। বরং রোমানিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে গ্যাগপোদের তিনি বুঝিয়েছেন, এই ইউরোয় তাঁদের একটাই লক্ষ্য চোকার্স তকমা মুছে ফেলা।
তাই যা খবর, এই ম্যাচেও তাঁরা অলআউট ফুটবল খেলবেন। দু, একটি পরিবর্তন রোমানিয়ার বিরুদ্ধে ডাচেরা করতে পারেন। তবে, ১৭ বছর আগে ইউরোর যোগ্যতার ম্যাচে রোমানিয়ার কাছে হার এখনও পীড়া দেয় ডাচদের। সেই বদলা নিতেও মরিয়া এখন নেদারল্যান্ডস।
উল্টোদিকে, রোমানিয়াও তাল ঠুকছে আরও একটা বড় ম্যাচ জেতার জন্য। এই টুর্নামেন্টে নিজেদের গ্রুপ থেকেও সেরা পারফরম্যান্স করেই নক-আউটে উঠেছে। গ্রুপ শীর্ষে থাকার ফলেই তাদের খেলতে হবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মিউনিখের এই ম্যাচে কী ফের অঘটন দেখবে ইউরো ? কারণ, এই ইউরো বলা হচ্ছে অঘটনের টুর্নামেন্ট।