ইউরো কাপে স্লোভাকিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতল ইউক্রেন । প্রথমার্ধে স্লোভাকিয়া এগিয়ে থাকলেও, ম্যাচের দ্বিতীয়ার্ধে দুরন্ত কামব্যাক হয় ইউক্রেনের । ২৬ মিনিটের ব্যবধানে দু'টি গোল করেন সেদেশের খেলোয়াড়রা । শেষ পর্যন্ত স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় ইউক্রেন ।
ম্যাচ শুরুর ১৭ মিনিটে প্রথম গোল । ইভানের পায়ে স্লোভাকিয়া খাতা খোলে । ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা । স্লোভাকিয়াকে আটকাতে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল ইউক্রেন । কিন্তু প্রথমার্ধে সাফল্য আসেনি । দ্বিতীয়ার্ধে খেলা জমে ওঠে । ৫৪ মিনিটে মাইকলা শাপারেঙ্কোর গোলে খেলায় ফিরে আসে ইউক্রেন । ম্যাচের ফল তখন ১-১ ।
ইউক্রেনের জয়ের গোল এল ৮০ মিনিটে । রোমানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইউক্রেন । শেষপর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি স্লোভাকিয়া । জয় ছিনিয়ে নেয় ইউক্রেন ।