কত আয়োজন। ২০০৬ সালে বিশ্বকাপের পর আবার ২০২৪ সালের ইউরোর আয়োজক তারা। তাই গত কয়েক বছর ধরে ক্রমেই ব্যস্ত ছিলেন জার্মানরা। যাতে এই ইউরো কাপ দেখতে এসে অতিথিরা যেন তাঁদের দিকে আঙুল তুলতে না পারে। জমজমাট ছিল এবারের ইউরোর গ্রুপের ম্যাচ। প্রথমবার খেলতে এসে জর্জিয়ার উত্থানের সাক্ষী এবারের এই টুর্নামেন্ট। সাক্ষী থেকেছে দ্রুততম গোল। আর রোনাল্ডোর চোখে এক পশলা কান্নার।
প্রি-কোয়ার্টারের পর্ব পেরিয়ে এবার কোয়ার্টার ফাইনালের লড়াই। পাঁচ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই। ভারতীয় সময় রাত সাড়ে নটায় প্রথম কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ স্পেন ও জার্মানি। ওই দিন ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় এই ইউরোর অন্যতম মার্কি ম্যাচ। খেলবে ফ্রান্স ও পর্তুগাল। ছয় জুলাই ভারতীয় সময় রাত সাড়ে নটায় ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাবে সুইৎজারল্যান্ড। আর রাত সাড়ে বারোটায় নেদারল্যান্ডসের সামনে তুরস্ক।
১০ ও ১১ জুলাই ইউরোর সেমিফাইনাল। কার উঠবে, তা এখনই বলা কঠিন। ১৫ জুলাই ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় আগামী চার বছর ইউরোপ কার দখলে থাকবে, হবে সেই ম্যাচ। অর্থাৎ ফাইনাল।