ইউরোয় আজ মহাযুদ্ধের রাত। মিউনিখ তৈরি স্পেন বনাম ফ্রান্স লড়াইয়ের জন্য। লা রোজা বনাম লে ব্লুজ ম্যাচের আগেই হাউসফুল স্টেডিয়াম। ম্যাচ শুরুর আগেও বুকিদের বাজারে এগিয়ে রয়েছে স্পেন। যা খবর পেড্রিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামছে ২০১২ সালের ইউরো সেরারা।
কাতারে বিশ্বকাপে রানার্সের পর এবার ফ্রান্সে টার্গেট ইউরোপ সেরা হওয়া। কী হবে দিদিয়ের দেশঁর প্রথম একাদশ ? তা নিয়ে ধন্ধে খোদ ফরাসি সংবাদমাধ্যম। আর কয়েকদিন পরেই তাঁদের দেশে বসছে অলিম্পিকের আসর। তার আগে দেশকে ইউরো উপহার দিতে চান কিলিয়ান এমবাপে। যিনি এই ইউরোতে এখনও বেশ ম্লান। বুধবারের রাতে প্রথম একাদশে জায়গা পেতে পারেন অলিভার জিরু। বদল হতে পারে ফ্রান্সের মাঝমাঠ।
কিন্তু পেড্রিকে ছাড়া কী ভাবচ্ছেন স্প্যানিশ কোচ দেলা ফন্তে। স্পেন শিবির থেকে জানানো হয়েছে, পেড্রির বিকল্প তাদের তৈরি আছে। আর সেই বিকল্প নিয়ে মাঠে নামবে তাঁরা। এই ইউরোতে স্পেন একমাত্র দল যারা প্রথম একাদশের ১০ ফুটবলারকে একই ম্যাচে পরিবর্তন করেছিলেন। সেই ম্যাচেও অপ্রতিরোধ্য ছিল স্প্যানিশ আমার্ডা।