জার্মান ফুটবল দলকে নিয়ে ভাঙড়া ! কখনও শুনেছেন ? কিন্তু এবারের ইউরোতে সঙ্গীতপ্রেমীদের কাছে এমনই এক গান উপহার দিলেন লাভলি আর মন্টি। দুই ভাই। আদতে পাঞ্জাবী। হ্যামবুর্গ শহরে যাঁরা এখন বিখ্যাত ভাঙ্গু ব্রাদার্স নামে। আজ থেকে ৪০ বছর আগের কথা। ভারত থেকে চাকরির খোঁজে দুই ভাই এসেছিলেন জার্মানিতে। তারপর থেকে গিয়েছেন হ্যামবুর্গ শহরে। এই শহরের ট্যাক্সি চালানোর ফাঁকেই ভাঙারার সুরে জার্মান ফুটবল দলকে নিয়ে তৈরি করছেন থিম সঙ।
জার্মানিতে এসে ফুটবলের প্রেমে পড়ে যান লাভলি এবং মন্টি। নিয়মিত মাঠে যাওয়া শুরু। আর জার্মান কিংবদন্তি রুমেনিগের প্রেমে হাবুডুবু। এবারের জার্মান দলকে নিয়েও বাজি ধরেছিল ভাঙ্গু ব্রাদার্স। কিন্তু স্পেনের কাছে হারের পর যেন একটু ভেঙে পড়েছেন এই দুই ভাই।
তবে মন্টি এবং লাভলির দাবি, এবারও ইউরোতে মন জিতেছেন জার্মানরা। কারণ, টনি ক্রুজের মতো ফুটবলারকে সবসময় মনে রাখবে জার্মানি। তাই জার্মান ফুটবল দলকে নিয়ে থিম সঙ বানিয়ে ফেলা ভাঙ্গু ব্রাদার্সকে এবার সেমিফাইনালে সমর্থন করবে স্পেনকে।