মিউনিখ থেকে নতুন মেসির জন্ম দেখল বিশ্ব ফুটবল। ইউরো কাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার নাম লামেনি ইয়ামেল। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে একটা ছোট্ট ছেলের বা-পাঁয়ে মোহিত গোটা ফুটবল দুনিয়া। ম্যাচের পর মুখে হাসি নিয়ে ইয়ামেল জানালেন, এই গোল তাঁর মায়ের জন্য।
এবারের ইউরোয় নতুন তিকিতাকা রহস্য নিয়ে জার্মানি এসেছে স্পেন। আর লুইস দেলা ফন্তের দলে এই ইয়ামেল এবারের আবিষ্কার। ম্যাচের পর ১৬ বছরের এই ফুটবলার সম্পর্কে স্প্যানিশ কোচ ফন্তের পর্যবেক্ষণ, যতদিন বাঁচবেন, ততদিন বাঁ-পায়ের এই জাদু তিনি ভুলতে পারবেন না। অনেক বিতর্কের পর ইয়ামেলকে নিয়ে জার্মানি এসেছেন ফন্তে। আর ফ্রান্সের বিরুদ্ধে ছাত্রের কীর্তিতে এখন মুগ্ধ তিনি।
মেসি ভক্ত ইয়ামেল। নিজেই জানিয়েছেন একথা। উদ্ধাস্তু পরিবার থেকে বিশ্ব ফুটবলের উঠোনে। শুরুটা সেই বার্সিলোনা। যেখানে একদিন শুরু করেছিলেন লিও মেসি। অনেক প্রাক্তনই ইয়ামেলের মধ্যে মেসির ছায়া দেখছেন। তবে এখন তুলনা টানছেন না। তবে, দিদিয়ের দেশঁর মতো জহুরি পর্যন্ত ম্যাচের পর জানালেন, আর কয়েকটা বছর অপেক্ষা করুন, এই ছেলের প্রতিপক্ষের ডিফেন্সকে নিশ্বাস নিতে দেবে না।