ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিকো উইলিয়ামস ও মিকেল ওয়ারজাবালের গোলে প্রায় একদশক পর এই খেতাব জিতল স্প্যানিশ আর্মাডা। এই সাফল্যের পর আনন্দে আত্মহারা হয়ে নয়া বিতর্কে জড়ালেন স্পেনের তরুণ তারকা লেমিনে ইয়ামাল।
কী করেছেন তিনি?
আসলে ম্যাচ জেতার পর ড্রেসিং রুমে সেলিব্রেশনে মজেছিলেন খেলোয়াড়রা। নিজেরদের খুশি ভাগ করে নেওয়ার জন্য ওই হই হুল্লোড়ের দৃশ্য অনুরাগীদের সঙ্গে ইন্সটাগ্রাম লাইভে ভাগ করে নিচ্ছিলেন ইয়ামাল। সেই ভিডিয়ো দেখছিলেন প্রায় ৫ লক্ষ অনুরাগীরা। সেই সময়েই গোল বাধে। অভিযোগ, ভুলবশত ওই লাইভে নিজের নগ্ন টিমমেটদেরও দেখিয়ে ফেলেন ইয়ামেল। মুহূর্তেই ওই লাইভটি ভাইরাল হয়ে যায়।
ওই ভিডিয়ো দেখে সকলেই হতবাক হয়ে যান। ঝড়ের গতিতে প্রতিক্রিয়া শুরু হয়। কেউ .কেউ তীব্র সমালোচনায় মুখর হয়ে ওঠেন আবার কেউ কেউ ইয়ামালের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া উচিত বলেও জানান। কেউ আবার লেখেন ইয়ামেল ছোট, সহবৎ শেখানোর জন্য তাঁকে স্কুলে পাঠানো প্রয়োজন। কেউ আবার লেখেন, একটা ট্রফি জিতেই দুর্ব্যবহার শুরু করে দিয়েছেন ইয়ামাল।