কে জিতবে ইউরোর প্রথম সেমিফাইনাল ? মিউনিখের মাঠে স্পেন বনাম ফ্রান্সের ফুটবল যুদ্ধের আগে এই প্রশ্ন বুকির বাজারে। যা দর, তাতে এই ম্যাচে এগিয়ে স্পেন। লা রোজাকে এগিয়ে রাখার কারণ হিসাবে বুকিদের দাবি, এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি মাত্র দল যাঁরা বেশির ভাগ ম্যাচ শেষ করেছে ৯০ মিনিটের মধ্যে। একমাত্র জার্মানির বিরুদ্ধেই স্পেনকে অতিরিক্ত সময়ে মাঠে নামতে হয়েছে।
এই ম্যাচের আগে ফোকাস ঘুরে গিয়েছে ইউরোর মঞ্চে। এতদিন ইউরো ছিল এমবাপে বনাম রোনাল্ডোর। কিন্তু ইউরোর প্রথম সেমিফাইনাল কার্যত হতে চলেছে এমবাপে বনাম ইয়ামেলের। আগামী মরশুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা যাবে এমবাপেকে। তার আগে বার্সার প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠেই দেখা হয়ে যাবে।
তবে ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে স্প্যানিশ কোচ লুইস দেলা ফন্টের একটাই চিন্তা পেড্রির না থাকা। ফলে মাঝমাঠের রিমোট কার হাতে থাকবে, তার জন্য নতুন করে কৌশল সাজাতে হচ্ছে ফন্তেকে। স্বস্তি ফরাসি শিবিরে। সেমিফাইনালে ফের মাঠে ফিরছেন আদ্রিয়ান রাবিউ। কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছেন, এই ম্যাচ হতে চলেছে এমবাপের।
একটা ম্যাচ। তারজন্য তাল ঠোকা শুরু। মূলত বুকিরা তাকিয়ে এই ম্যাচের দিকে। কিক-অফের আগে ম্যাচ প্রেডিক্টর বলছে, ফ্রান্সের বিরুদ্ধে মিউনিখে এগিয়ে থেকেই শুরু করবে স্পেন। এমবাপে বনাম ইয়ামেল, এই নতুন লড়াইয়ের জন্য প্রহর গুনছে বিশ্ব ফুটবল।