প্রিমিয়ার লিগে তাঁর পায়ে অনেক গোল দেখেছেন ফুটবল ভক্তরা। কিন্তু বৃহস্পতিবার রাতের ডর্টমুন্ডে তিনিই নায়ক। তিনি ওলে ওয়াটকিন্স। ২৮ বছরের এই ইংলিশ তরুণের পায়েই ফ্যাকাশে হয়ে গেল ইউরো কাপের মঞ্চে কমলা রং। তাই ম্যাচ জেতানোর পর ওয়াটকিন্স জানিয়েছেন, ঠিক যেন স্বপ্নের মতো। স্বপ্নের মতোই বটে। কারণ, সবাই যখন ধরে নিয়েছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচ অতিরিক্ত সময়ে যাচ্ছে, ঠিক তখনই টপ বক্সের উপর থেকে ওয়াটকিন্সের গোল।
পেশাদার ফুটবলার আগে ওয়াটকিন্স ছিলেন আর্সেনালের অন্ধ ভক্ত। আজ থেকে ১০ বছর আগে পেশাদার ফুটবলে হাতেখড়ি। বল পায়ে নেমে পড়া এক্সটার সিটিতে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত অ্যাসটন ভিলার জার্সিতে প্রিমিয়ার লিগে নিয়মিত দেখা যায় ওলেকে। ইংলিশ ফুটবলের প্রাক্তনদের মতে, ডাচদের বিরুদ্ধে ৮০ মিনিটে ওয়াটকিন্সকে মাঠে নামিয়ে সাহস দেখিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট।
তাঁদের মতে, এই ম্যাচে গোল পাওয়া হ্যারি কেনকে তুলে নিয়ে হঠাৎই চমক দিয়েছেন সাউথগেট। ক্লিক করে গিয়েছে তাঁর সিদ্ধান্ত। তিন বছর আগে একজন বদলি ফুটবলার হিসাবে ওয়েম্বলিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল ওয়াটকিন্সের। সেই ম্যাচ ইংল্যান্ড জিতেছিল ৫-০ গোলে। সুপার সাব হিসাবে ইউরোর মঞ্চে মাঠে নেমে দেশকে ফাইনালে তুললেন ব্রিটিশ এই ফুটবলার। ফাইনালে প্রতিপক্ষ স্পেন। ম্যাচ শেষে ওয়াটকিন্সের দাবি, স্বপ্ন পূরণের রাত আসছে বার্লিনে।