ঠিক হয়ে গিয়েছে ইউরোর ফাইনালের লাইন-আপ। রবিবার ভারতীয় সময় মধ্যরাতে স্পেন বনাম ইংল্যান্ড। যুদ্ধ ইয়ামাল বনাম বিলিংহ্যামের। যুদ্ধ হ্যারি কেন বনাম রডরিগের। লড়াই সাউথগেটের মস্তিকের সঙ্গে দেলা ফন্তের তিকিতাকার। কিক-অফের আগে একবার ফিরে দেখা যাক দু দেশের ফাইনালে ওঠার রাস্তাকে।
১২ বছর পর ফের ইউরো কাপের ফাইনালে স্পেন। এই টুর্নামেন্ট এখনও পর্যন্ত অপরাজিত লা রোজারা। গ্রুপ পর্যায়ে এবার স্পেন শুরু করেছিল লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ৩-০ গোলে জিতে এবার ইউরো শুরু করেছে স্প্যানিশ আর্মাডা। গতবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে স্পেনের জয় ১-০ গোলে। ২০১৬ সালের পর এবারে ইউরো খেলতে আসা আলবেনিয়ার বিরুদ্ধে স্পেন জিতেছিল ১-০ গোলে।
এই ইউরোতে স্পেন একমাত্র দল, যারা গ্রুপের ম্যাচে দল নিয়ে নানা পরীক্ষা করেছে। বিশ্বকে উপহার দিয়েছে তাদের নতুন তিকিতাকা। যার উদাহরণ প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়া ম্যাচ। চার-এক গোলে জিতে এবারের ইউরোর শেষ আটে উঠেছে স্পেন।
প্রাক্তনরা বলছেন, এই ইউরোতে পর পর দুটি কঠিন ম্যাচ খেলতে হয়েছে স্পেনকে। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল আয়োজক জার্মানি। এই একটি ম্যাচ জিততে স্পেনকে অপেক্ষা করতে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। ওই ম্যাচের ফল ছিল ২-১। আর সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে প্রথমার্ধেই খেলা শেষ করে দিয়েছেন লাইমি ইয়ামেল এবং ড্যানি ওমলো।