তাঁদের ফুটবলের নয়া দৌড় শুরু হয়ে গিয়েছিল আজ থেকে ১৬ বছর আগে। বার্লিনে মাটিতে সেই বৃত্ত যেন আরও একবার পূর্ণ হল। ইংল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরা হল স্পেন। আজ থেকে ১২ বছর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে ইতালিকে হারিয়ে শেষবার ইউরো কাপ জিতেছিল তারা। বার্লিনে স্প্যানিশ তিকিতাকায় পরাস্ত ইংল্যান্ড। অপরাজিত হয়ে।
প্রাক্তনরা বলছেন, গত ১৬ বছর পর এবারের ইউরোর মঞ্চে স্পেন একটা বিপ্লব। শুরু থেকে শেষ, লা রোজারা গোটা টুর্নামেন্টে প্রতিপক্ষকে বুঝতে দিলেন না, তাঁরা কী খেলবেন, এবং কী খেলছেন। মূলত লুইস দেলা ফন্তের মগাস্ত্রে শেষ হয়ে গেল প্রতিপক্ষরা। আসলে গত কয়েক বছরে চিরাচরিত তিকিতাকা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল স্পেন। কিন্তু সিনিয়র দলের দায়িত্ব নিয়ে সেই ধারাকেই এবার ফিরিয়ে এনেছেন স্প্যানিশ কোচ।
তাই ইয়ামেল, পেড্রির মতো তরুণরা মিশে গিয়েছেন রডরিগো, ড্যানি ওমলোদের অভিজ্ঞতার সঙ্গে। সাফল্য এসেছে দলগত ভাবে। ইউরো জয় হয়ে গেল। সামনে ২০২৬ সালের বিশ্বকাপ। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষবার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। নতুন করে প্রহর গোনা শুরু হল বার্লিন থেকেই।