এমন ম্যাচ আগে হবে কেন ? এমন ম্যাচ তো শুধু ফাইনালে হয়। শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালে স্পেন বনাম জার্মানি ম্যাচের আগে এটাই আক্ষেপ ইউরোপের। কিন্তু এটাই তো ইউরোর মজা। সেরা দলগুলিকে খেলবে নক-আউটে। আর তার প্রতিফলন হিসাবেই স্টুটগার্টে ভারতীয় সময় রাত সাড়ে নটায় কিক-অফ করতে নামছে প্রাক্তন দুই বিশ্বচ্যাম্পিয়ন। প্রাক্তন দুই ইউরো চ্যাম্পিয়ন।
ঘরের মাঠ। ঘরের পরিবেশ। গ্যালারি ঠাসা থাকবে জার্মান দর্শকে। তবু জার্মান কোচ জুলিয়ন নাগেলসম্যানকে ভাবাচ্ছে ২০০৮ সালের ইউরো ফাইনালের কথা। সেদিন তিকিতাকায় ধ্বংস হয়েছিল জার্মান জ্যাতাভিমান। সেই জবাব এবার ফিরিয়ে দেওয়ার কথা। এই ম্যাচ খেলতে নামার আগে নস্ট্যালজিক হচ্ছেন না টনি ক্রুজ। তিনি জানিয়েছেন, এই ম্যাচ জার্মানদের কাছে প্রমাণ করার। কারণ, অনেক কিছু ফিরিয়ে দেওয়ার রয়েছে এই ম্যাচে। এই ম্যাচে মাঠে নেমে নতুন নজির তৈরি করবেন জার্মান গোলকিপার নয়্যার।
উল্টোদিকে ফুটছে লুইস দেলা ফন্তের স্পেন। এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্প্যানিশরা। প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়াকে চার-এক গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ২০১২ সালের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগের দিন অনুশীলনে দেখা যায়নি স্পেনের বিস্ময়বালক ইয়ামেলকে। অনুশীলন করেননি নিকো উইলিয়াম।
এই ম্যাচ থেকে যারা জিতবে, তারা সেমিফাইনাল খেলবে ফ্রান্স বনাম পর্তুগাল ম্যাচ যে জিতবে, তাদের বিরুদ্ধে। অপেক্ষা এখন সেই কিক-অফের। যার জন্য তাল ঠুকছে গোটা ইউরোপ। সঙ্গে ফুটবল পাগল বিশ্বের মানুষ।