বার্লিনে ইউরোর ফাইনালে বং কানেকশন। কী ভাবে ? বার্লিনে স্পেন বনাম ইংল্যান্ড ম্যাচের আগে সবার মনে পড়ে যাচ্ছে ২০১৭ সালের অক্টোবর মাসের যুবভারতীর সেই ম্যাচের কথা। যুব বিশ্বকাপের ফাইনালে যেখানে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। কিন্তু ফুটবল পন্ডিতরা বলছেন, এটা আপেক্ষিক। কারণ, বার্লিনে ইউরোর ফাইনালে খানিকটা এগিয়ে থেকেই শুরু করতে পারে স্পেন।
আবার ১২ বছর পর ইউরোর ফাইনালে খেলতে নামছে লা রোজা। শেষবার ইতালিকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। লুইস দেলা ফন্তের এই স্পেনকে নিয়ে ইতিমধ্যেই স্বপ্ন দেখা শুরু করেছে মাদ্রিদ। হয়তো হুড খোলা বাস এখন থেকেই তৈরি করে রাখা হয়েছে চ্যাম্পিয়নদের জন্য। হ্যাঁ ঠিকই ইউরো এখনও পর্যন্ত স্প্যানিশদের পারফরম্যান্স চ্যাম্পিয়নদের মতোই।
যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে নেই চোট পাওয়া পেড্রি। ফলে ওমলোই শুরু করবেন প্রথম একাদশে। সাসপেনশন কাটিয়ে এই ম্যাচে খেলার জন্য তৈরি রয়েছেন ড্যানি কারভাহাল। তবে, তাঁকে প্রথম একাদশে রাখা হবে কীনা, তা নিশ্চিত নয়। হয়তো ফ্রান্স ম্যাচের প্রথম একাদশ নিয়েই মাঠে নামতে পারে স্পেন।
এই নিয়ে পর পর দুবার ইউরোর ফাইনালে ইংল্যান্ড। যাঁদের ফুটবল ইতিহাস বলতে ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়। সেই মিথ রবিবার রাতে বার্লিনে ভাঙতে চান বিলিংহ্যাম, হ্যারি কেনরা। যোগ্য জবাব ফিরিয়ে দিতে চান সমালোচকদের। সাউথগেটের চিন্তা দলের ডিফেন্সকে নিয়ে। তবে, ডাচদের বিরুদ্ধে যে ফুটবল তাঁরা খেলছেন, সেটাই অক্সিজেন ইংলিশ কোচের কাছে।
ইয়ামেল বনাম জন স্টোন। সাকা বনাম রডরিগেজ। রাইস বনাম ওমলো। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। বার্লিন তৈরি হচ্ছে আরও একটা মেগা ইউরো ফাইনালের জন্য। আর বাঙালি তৈরি হচ্ছে সাত বছর আগে যুবভারতীতে দেখা ফিল ফোডেনদের নয়া অবতারে দেখার জন্য।