কোয়ার্টার ফাইনালে এসেই জমে গেল ইউরো। অপেক্ষা এখন ক্যালেন্ডারে পাঁচ তারিখের। কোয়ার্টার ফাইনাল একই দিনে বিশ্ব ফুটবলের দুটি হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে স্পেন খেলবে আয়োজক জার্মানির বিরুদ্ধে। আর দ্বিতীয় ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম কিলিয়ান এমবাপে।
শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে নটায় প্রথম কোয়ার্টার ফাইনালে কিক-অফ করবে স্পেন ও জার্মানি। ২০০৮ সালে এই জার্মানিকে হারিয়েই দ্বিতীয়বার ইউরো কাপ ঘরে তুলেছিল স্পেন। ১৯৬৪ সালের পর কাপ জিতেছিলেন স্প্যানিশরা। ১৬ বছর পর ইউরোর কোয়ার্টার ফাইনালে বলা যেতে পারে এই ম্যাচ জার্মানির কাছে বদলার।
ওই দিন রাতেই ফ্রান্স বনাম পর্তুগাল। বলা ভাল এমবাপে বনাম রোনাল্ডো। ইতিমধ্যেই বুকির বাজারে এই ম্যাচের দর প্রচন্ড চড়া। বিবর্ণ ম্যাচে ১-০ গোলে জিতে শেষ আটে উঠেছে কাতার বিশ্বকাপের রানার্সরা। আর জীবনের শেষ ইউরোতে আরও একটা লড়াইয়ে মাঠে নামবেন রোনাল্ডো। স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতেই শেষ আটে পর্তুগাল।