ডনোয়েল মালানের জোড়া গোলে রোমানিয়াকে উড়িয়ে দিয়ে ইউরো কাপের শেষ আটে নেদারল্যান্ডস। ইনঞ্জুরি সময়ে নিজেদের বক্স থেকে প্রায় ৪৫ গজ দৌড়ে রোমানিয়ার ডিফেন্স চিড়ে গোল করেন মালান। এর আগে ম্যাচের ২০ মিনিটে ডাচদের এগিয়ে দিয়েছিলেন কোডি গ্যাগপো। ৮৩ মিনিটে ম্যাচ ডবল করেন এই মালান। এই জয়ের ফলে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠল নেদারল্যান্ডস।
প্রাক্তনদের মতে, এই ইউরোয় এখনও পর্যন্ত সেরা ম্যাচ খেললেন ডাচদের। শুরু থেকে শেষ প্রেসিং ফুটবলে ডাচেরা নড়তেই দিলেন না রোমানিয়া। গোল করা যে তাঁদের লক্ষ্য, তা শুরু থেকেই মনে হচ্ছিল। বাঁ-দিক থেকে বল পেয়ে টপ বক্সের উপর থেকে ফিনিশ করলেন গ্যাগপো। ম্যাচের বয়স তখন মাত্র ২০ মিনিট। তারপরের ২৫ মিনিটেও ডাচদের চাপে ডিফেন্সে লোক বাড়াতে থাকে রোমানিয়া। রোমানিয়ার দূর্গের নীচে নীতা না থাকালে, এই ম্যাচে হাজির দেশের লজ্জা আরও বাড়তে পারত।
দ্বিতীয়ার্ধেও একই গতিতে মিউনিখে শুরু করেছিল রোনাল্ড কোম্যানের দল। ৫৮ মিনিটে ভ্যান ডাইকের হেড কোনও রকমে বাঁচান রোমানিয়ার গোলরক্ষক নিতা। ৬২ মিনিটে আবার লম্বা দৌড় গ্যাকপোর। বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নেন তিনি। ৮৩ মিনিটে গ্যাগপোর পাস থেকেই গোল করে ম্যাচ ২-০ করেন মালান। তারপর ইঞ্জুরি টাইমে মালানের দ্বিতীয় গোল। কোয়ার্টার ফাইনালে ডাচদের খেলতে হবে হয় অস্ট্রিয়া, নয় তুরস্কের বিরুদ্ধে।