Euro 2024: হিটলারের নেতৃত্বে তৈরি হয়েছিল অলিম্পিক স্টেডিয়াম, ঐতিহাসিক মাঠেই হবে ইউরোর ফাইনাল

Updated : Jul 14, 2024 19:22
|
Editorji News Desk

রবিবার রাতে ইউরোর ফাইনাল। মাঠে নামছে স্পেন এবং ইংল্যান্ড। ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে খেলা হবে ওই ম্যাচ। কার হাতে উঠবে ইউরোর ট্রফি? ফয়সালা হবে আজ রাতেই। কিন্তু অলিম্পিক স্টেডিয়াম ঐতিহাসিক কেন? 

এর পিছনে রয়েছে এক অজানা কাহিনী। শোনা যায় জার্মানরা অবশ্য সেই কাহিনী আর মনে করতে চান না। কী ঘটেছিল? ১৯৩৬ সালে মৃত্যু হয়েছিল প্রেসিডেন্ট পল ভন। তারপরেই জার্মান রাষ্ট্রের নেতা হিসেবে পরিচিতি পেয়েছিলেন অ্য়াডল্ফ হিটলার। তারপর থেকেই ইহুদিদের উপর অত্যাচার শুরু হয়েছিল। দেশের মানুষের করা যে কোনও বিরুদ্ধমত একপ্রকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। 

এরপর এই সবকিছুর মাঝেই সেই বছরই অলিম্পিকের আসর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় বার্লিনে। যদিও ইহুদিরা তার বিরোধিতা করেন। চেয়েছিলেন সরিয়ে নিয়ে যাওয়া হোক অলিম্পিকের আসর। যদিও হিটলার বুঝতে পেরেছিলেন, ইহুদিদের উপর অত্যাচারের কারণে তাঁর ভাবমূর্তি খারাপ হয়েছে। সেই কারণে ভাবমূর্তি উদ্ধারে বার্লিনেই অলিম্পিকের আসর বসানোর উদ্যোগী হন তিনি। আর তারপরেই তৈরি করা হয়েছিল অলিম্পিক স্টেডিয়াম। 

 প্রায় ২৬০০ কর্মী দিনরাত পরিশ্রম করে তৈরি করেছিলেন ওই স্টেডিয়াম। ইতিহাসের পাতায় উল্লেখ রয়েছে, রোমের চোখ ধাঁধানো স্থাপত্যে সাজিয়ে তোলা হয়েছিল ওই স্টেডিয়াম। এবং শেষ অবধি সফলভাবেই আয়োজন করা হয়েছিল অলিম্পিকের। 

যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চিত্রটা পুরোপুরি বদলে যায়। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জার্মানি। অলিম্পিক স্টেডিয়াম রক্ষা পেলেও ক্ষয়ক্ষতিও হয়েছিল। তারপর ১৯৪৬ সালে ফের মেরামতি করা হয়েছিল ওই স্টেডিয়াম। এবং তারপর ১৯৯৪ সাল পর্যন্ত ব্রিটিশ সেনাবাহিনীর সদর দফতর ছিল ওই সেখানেই। এর আগে ২০০৬ সালের বিশ্বকাপও হয়েছে ওই মাঠে। ফের আজ অর্থাৎ রবিবার মাঝরাতে ঐতিহাসিক মাঠেই হবে ইউরোর ফাইনাল। 

EURO 2024

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!