লুসেইল স্টেডিয়াম সেজে উঠেছে । আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা । শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi) । আর কখনও বল পায়ে জাদু দেখাতে নামবেন না বিশ্বকাপের (Fifa World Cup 2022) মঞ্চে। যাকে বলে অদ্যই শেষ রজনী । তৈরি হচ্ছে একটা শূন্যতা । শেষ বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠুক । মেসি (Lionel Messi) ভক্ত থেকে রোনাল্ডো, নেইমার ভক্তরাও আজ মেসির সমর্থক । বিশ্বজুড়ে চলছে মেসির জন্য প্রার্থনা । সেই ছবি দেখা গেল বাংলাতেও ।
সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে মেসির জন্য তাঁর ভক্তদের কাতর প্রার্থনা । সেরকমই একটি ভিডিওতে দেখা গেল , মেসির জন্য মা কালীর কাছে পুজো দিচ্ছেন তাঁর ভক্তরা । মেসির নামে পুজো দিলেন তাঁরা । প্রসাদের প্যাকেটে লেখা নাম গোত্র, লিওনেল মেসি, আর্জেন্টিনা । আর্জেন্টিনার পোশাকে ধূপ, মোমবাতি দিয়ে মায়ের আরতি করলেন তাঁরা । ক্যাপশনে লেখা,'মেসি নামক বিশাল উপন্যাসের শুধুমাত্র শেষ পৃষ্ঠাটা বাকি... জানা নেই শেষ পৃষ্ঠায় কি রয়েছে । ভরসা রাখছি ।" একইসঙ্গে ভরসা রাখছে গোটা বিশ্বের মেসি ভক্তরাও ।
লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবলের বরপুত্র। শেষ বারের মতো তিনি মাঠে নামছেন বিশ্বকাপে। আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ (Worldcup) ছুঁতে পারবেন কিনা, আর মাত্র কয়েক ঘণ্টা পরেই তার উত্তর মিলবে। কিন্তু মেসি বিশ্বকাপ জিতুন বা নাই জিতুন, ফুটবলের ইতিহাসে তিনি রয়ে যাবেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এক নক্ষত্র হয়েই। যতদিন ফুটবল থাকবে,থেকে যাবে তাঁর নামও।