গত ২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন ফুটবলসম্রাট এডসন অ্যারেন্তেস দো নাসিমেন্টো। তাঁর প্রয়াণের পর ফুটবল বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই শোকের পরিসরেই পেলে'কে সম্মান জানানোর জন্য চমকপ্রদ উদ্যোগ নিল বিশ্ব ফুটবল সংস্থা ফিফা। ফিফার তরফে বিশ্বের সমস্ত টুর্নামেন্টের আয়োজকদের জানানো হয়েছে যে আগামী সপ্তাহ পর্যন্ত প্রত্যেক ম্যাচের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হোক পেলেকে শ্রদ্ধা জানাতে। ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচগুলিতে পেলে'র স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ গ্রহণ করে দলগুলি।
অন্যদিকে, পেলে'কে শেষ বিদায় জানাতে চোখের জলে প্রস্তুত হচ্ছে গোটা ব্রাজিলও। স্যান্টোসের হয়ে ৬৩৬ ম্যাচে ৬১৮ গোলের রেকর্ড আছে পেলের। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার স্যান্টোস ক্লাবের হোম গ্রাউন্ড ভিলা বেলমিরো স্টেডিয়ামে পেলের মরদেহ আনা হবে। সোম ও মঙ্গলবার পেলেকে শেষ শ্রদ্ধা জানানো হবে।
ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, স্যান্টোসে পেলের মায়ের বাড়ির সামনে থেকেই তাঁর ছেলের মরদেহ যাবে। বয়সের ভারে শয্যাশায়ী তাঁর মা। বিছানা থেকে ওঠার ক্ষমতাও নেই। ছেলেকে শেষ বারের মতো দেখার ক্ষমতা নেই। এরপর ব্রাজিলের মেমোরিয়াল নেকরোপোল ইকুমেনিকা কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে পেলের। সেখানেই চিরঘুমে থাকবেন ফুটবলের 'ও রেই'।