ফুটবল বিশ্বকাপের (Fifa World Cup 2022) ইতিহাসে প্রথম । মঙ্গলবার স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে মরক্কো (Morocco) । চলতি মরসুমে বেলজিয়াম,ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলকে পিছনে ফেলে দিয়েছে মরক্কো । মঙ্গলবার মরক্কোর জয় নিয়ে আশাবাদী ছিলেন অনুরাগীরা । তাই,মরক্কো খেলোয়াড়রা (Morocco Team Celebration) ম্যাচ জিতে হোটেলে ফিরতেই উচ্ছ্বাস,উন্মাদনা দেখা গেল অনুরাগীদের মধ্যে । হোটেলের বাইরে অনুরাগীদের সঙ্গেই জয় সেলিব্রেট করলেন মরক্কো খেলোয়াড়রা ।
মঙ্গলবার, ম্যাচ শেষের পর হোটেলের বাইরে অপেক্ষা করছিলেন শত শত অনুরাগী । খেলোয়াড়রা বাস থেকে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা । হোটেলের বাইরে মরক্কো অনুরাগীদের দেখে আপ্লুত হয়ে পড়েন আর্শাদ হাকিমিরা । এরপর ফ্যানেদের সঙ্গে নেচে, গেয়ে জয় উদযাপন করলেন তাঁরা । আর সেই মুহূর্তের সাক্ষ্মী থাকল কাতারবাসী ।
আরও পড়ুন, Goncalo Ramos Breaks Record: কাতারে প্রথম হ্যাটট্রিক করে ভাঙলেন রেকর্ড, কে এই ২১ বছরের রামোস!
মঙ্গলবার বিশ্বকাপের নকআউটে টাইব্রেকারে ৩-০ গোলে জিতে স্পেনকে বিশ্বকাপ থেকে ছিটকে দেয় মরক্কো । এশিয়া পারেনি, কিন্তু বিশ্বকাপের মঞ্চে আফ্রিকা দেখিয়ে দিল । এই ম্য়াচেও পেনাল্টি বাঁচিয়ে মরক্কোর হিরো ইয়াসিন বুনো । ৩৬ বছর আগে মেক্সিকো সিটিতে ৮৫ মিনিটে গোল খেয়ে পশ্চিম জার্মানির কাছে হেরে গিয়েছিল মরক্কো । আর ৩৬ বছর বিশ্বকাপের মঞ্চে স্তব্ধ হয়ে গেল তিকিতাকা ।