শুক্রবার বড় রান তাড়া করার চ্যালেঞ্জ ছিল কেকেআরের সামনে । অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েও, শেষপর্যন্ত ২৩ রানে হারতে হয় হায়দরাবাদের কাছে । হারের কারণ হিসেবে বোলাদের ব্যর্থতাকেই অনেকে দায়ী করছেন । অধিনায়ক নিজে সেকথা স্বীকার করে নিয়েছেন । শুক্রবারের ম্যাচে হায়দরাবাদকে প্রচুর রান দিয়েছেন উমেশ যাদব এবং লকি ফার্গুসন । ফলে হায়দরাবাদ সহজেই বড় রান তুলে নেয় । এছাড়াও আরও চারটি কারণকে ম্যাচে হারের জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা ।
কেকেআরের ওপেনারদের ব্যর্থতা প্রায় প্রতিটি ম্যাচেই লক্ষ্য করা যাচ্ছে । শুক্রবারও একই ঘটনা । গুরবাজ শূন্য রানেই আউট হয়ে যান । রান পেতে ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ারও । শুরুর দিকে দু'টি উইকেট পড়ে যাওয়ায় ম্যাচের রাশ আলগা হতে শুরু করে কেকেআরের । তৃতীয় কারণ খারাপ ফিল্ডিং । হায়দরাবাদের বিরুদ্ধে সূয়শ শর্মা, শার্দূল ঠাকুরের ক্যাচ মিস, সহজ চার ঠেকাতে না পারা খারাপ ফিল্ডিংয়ের লক্ষণ । এছাড়া, ঘরের মাঠে খেলার সুবিধা না নিতে পারা, হারের অন্যতম কারণ । পাঁচ নম্বর হল আন্দ্রে রাসেল । ব্যাটে রান পাচ্ছেন না চলতি আইপিএলে । যা কেকেআরের জন্য বেশ চিন্তার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
ম্যাচে হারের পর নীতীশ রানা বলেন, "২৩০ রান তাড়া করা সহজ নয় । ২০০ রান যে হবে সেটা মনে হয়েছিল । কিন্তু আরও অনেক বেশি রান হয়ে গেল। বোলারদের আরও ভাল বল করা উচিত ছিল ।" তাঁর কথায়, সব ম্যাচ তো আর রিঙ্কু জেতাতে পারবেন না ।