২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলেছে ২৩ তম ফিফা বিশ্বকাপের (Fifa World Cup 2026) আসর। কানাডা (canada), মেক্সিকো (Mexico), মার্কিন যুক্তরাষ্ট্র (America) এই তিনটি দেশ একসঙ্গে বিশ্বকাপের (world Cup) আয়োজন করবে। তিন দেশের মোট ১৬ টি শহরে খেলা হবে। ফিফা জানিয়েছে, এর মধ্যে আমেরিকার ১১ টি, মেক্সিকোর তিনটি এবং কানাডার দুটি শহর রয়েছে.
এর মধ্যে আমেরিকার ১১টি শহরের যে ১১টি স্টেডিয়ামে খেলা হবে সেগুলিতে ন্যাশানাল ফুটবল লিগ হয়। ফলে, এই স্টেডিয়ামগুলি ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য পুরোপুরি তৈরি। আমেরিকা এর আগে ১৯৯৪ সালের বিশ্বকাপের আয়োজন করেছে। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজন করতে চলেছে তারা।
আরও পড়ুন- ফাইনালে নামার আগে অনুশীলন করলেন না মেসি, লিও-র চোট নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার গোলরক্ষক
মেক্সিকো শহরের বিখ্যাত আজটেকা স্টেডিয়ামেও বিশ্বকাপের আসর বসবে। এই স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। এই প্রথম কোনও স্টেডিয়াম তিন বার ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চলেছে। কানাডা অবশ্য এই প্রথম বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। তবে, উদ্বোধনী বা ফাইনাল কোন কোন স্টেডিয়ামে হবে তা জানানো হয়নি।