মারাদোনা কি হতে পারবেন লিওনেল মেসি! নাকি তাঁর ছায়া হয়েই থেকে যাবেন। কেউ মনে করেন, তিনিই ফুটবল ঈশ্বর। কেউ মনে করেন, ঈশ্বরের ক্রোধ কোথায়! মেসির প্রতিভা থাকতে পারে, কিন্তু সেই তাগিদের অভাব আছে। তবে এত কিছুর পরেও ২০০৬-২০২২, ১৬ বছরের কেরিয়ারে শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থকদের বাজি সেই লিওনেল মেসি।
মারাদোনা ছিলেন হিংস্র। মাঠে নামলে বিপক্ষের চোখে চোখ রেখে লড়তে জানতেন। গোলের খিদে আর পায়ের স্কিল সহাবস্থান করত। আর মাঠের মধ্য ফুটবল রাজপুত্রকে দেখলে, অন্য কারও দিকে নজরই যেত না। সেই তুলনায় মাঠে অনেক নিরীহ লিও মেসি।
আরও পড়ুন: সাদা বসনে বিবেকানন্দ চর্চা! ক্রিকেট ছেড়ে ধর্মের পথই বেছে নিলেন ক্রিস গেইল?
এবার বিশ্বকাপে নিজের চরিত্র অনেকটাই বদলে ফেলেছেন। ঢেকে ফেলেছেন নম্রতার প্রলেপ। বরং বেছে বেছে নিজের আক্রমণাত্মক মনোভাবকে তুলে এনেছেন। কঠিন সময়ে নিজেকে নিংড়ে বের করে এনেছেন প্রতিভা। নক-আউট থেকে ছিটকে গেলেই স্বপ্নভঙ্গ। মেসি ম্যাজিক কি এবার আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে পারবেন! সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।