প্রথম ম্যাচ খেলতে নেমেছেন মেসিরা। প্রতিপক্ষ সৌদি আরব। বালিগঞ্জ থেকে বুয়েন্স আয়ার্স, সবাই ভেবেছিল উড়িয়ে দেবে আর্জেন্টিনা। ৯০ মিনিট পর কী হয়েছিল, সবার মনে আছে তো ?
হ্যাঁ, সেই সৌদি আরবেই এবার বসবে বিশ্বকাপের আসর। এশিয়ার দ্বিতীয় দেশ হিসাবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবেন এই দেশ। এমনটাই জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো।
প্রাথমিক ভাবে, ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের দাবি জানায় অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া। পরে দু দেশ পিছিয়ে আসে। সৌদি শহর রিয়াধে বসেছিল ফিফা কংগ্রেস। কংগ্রেসের শেষ দিনে ফিফা প্রেসিডেন্ট জানান, সৌদিতে বিশ্বকাপ আয়োজনে কেউ বিরোধিতা করেনি, তাই রিয়াধেই হবে ২০৩৪ সালের ফুটবলের বিশ্বযুদ্ধ।
এর আগেও ফুটবলের বিশ্ব যুদ্ধ আয়োজনে নাম উঠেছিল সৌদি আরবের। কিন্তু ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছিল ইনফ্যান্তিনোর পূর্বসূরি সেফ ব্লাটারের। উঠেছিল, নানা বিধ প্রশ্ন। সেইসব বিতর্ক পেরিয়ে সেই সৌদি আরবের উপরেই ফুটবলের বিশ্বযুদ্ধে আস্থা দেখল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।
২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ। ওই বছর ইউরোপের তিন দেশ মিলে আয়োজন করবে বিশ্বকাপ। তাদের মধ্যে একটি দেশ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। তালিকায় রয়েছে বিশ্বজয়ী স্পেন। তৃতীয় দেশ হল মোহনবাগানের প্রাক্তন কোচ করিম বেনশারিফার মরক্কো। যারা কাতার থেকে মন জিতেছিল।