জার্মানিতে শুরু, ব্রাজিলে গুরু আর কাতারে মহাগুরু। তিনি লিওনেন মেসি। পাঁচ বিশ্বকাপ, ২৫টি ম্যাচ, ১১ গোল। যার ইতিকথা শুরু ১৬ বছর আগের ফ্র্যাঙ্কর্ফুট থেকে। গ্রুপের ম্যাচে প্রতিপক্ষ ছিল সার্বিয়া। পরিবর্ত হিসাবে মাঠে নেমেছিল আঠেরো বছরের এক যুবক। নাম লিওনেল মেসি। মাঠে নামার তেরো মিনিটের মধ্যেই বিশ্বকাপে প্রথম গোল। এরপর বাকিটা ইতিহাস।
দক্ষিণ আফ্রিকা তাঁকে দুঃখ দিয়েছিল। কিন্তু ব্রাজিল ভরিয়ে দিয়েছিল। এক বিশ্বকাপে চার গোল। সঙ্গে গোল্ডেন বুটের মালিক। মারাকানা থেকে এটাই প্রাপ্তি ছিল লিও মেসির। রিও বিশ্বকাপে মেসির গোল ছিল বসনিয়া, ইরান, নাইজেরিয়ার বিরুদ্ধে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও তাঁর পায়ে হেরে গিয়েছিল নাইজেরিয়া। চার বছর আগে রাশিয়া একটা রেকর্ড ছিল তাঁর নামের পাসে। প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপে টিন, টোয়েন্টিজ এবং থারটিজে গোল করার নজির।
আর কাতারে তিনি ছুটছেন। ইতিমধ্যেই গোল করেছেন সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। এই বিশ্বকাপেই তিনি প্রথম নক-আউটে গোল করেছেন।