ফুটবল বিশ্বকাপ। চার বছরের অপেক্ষা, প্রস্তুতি। তারপর বড় ম্যাচে স্নায়ুর চাপ। সমর্থকদের চাপ। দেশের মানুষের চাপ। প্রত্যেক মুহূর্তে চলে মানসিক লড়াই। আর যার ফল, অঘটন। বিশ্বকাপে অনেক ছোট টিমের কাছে হারতে হয় তাবড় তাবড় টিমকে। ফুটবল বিশ্বকাপের এমনই তিন অঘটন, যা এখনও কাঁটা হয়ে বিঁধে আছে সমর্থকদের মনে।
ক্যামেরুনের কাছে হার আর্জেন্টিনার
দিয়েগো মারাদোনার আর্জেন্টিনা তখন তুখোড় ফর্মে। মিলানে প্রথম ম্যাচ। দ্বিতীবার সবে বিশ্বকাপ খেলছে ক্যামেরুন। কেউ আশা করেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এভাবে হারিয়ে দেবে ক্যামেরুন। ০-১ গোলে শেষ হয় ম্যাচ।
নরওয়ের কাছে হার ব্রাজিলের
গ্রুপ-এ-র শেষ ম্যাচ ছিল। গ্রুপ লিগে আগেই দুটি ম্যাচ জিতে গিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ ম্যাচে নরওয়ের কাছে বিশ্রী হার। ১-২ গোলে হারে ব্রাজিল। এই ম্যাচ জিতে পরের রাউন্ডে যায় নরওয়ে।
সেনেগালের কাছে হার ফ্রান্সের
এবারও বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ফ্রান্স ও সেনেগাল। চোট থাকায় প্রথম ম্যাচে ছিলেন না জিদান। কিন্তু বিশ্বকাপে তখন ফ্রান্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। জিদান ছাড়াও টিমে একাধিক তারকা। কিন্তু সেই ম্যাচে ০-১ গোলে হারে ফ্রান্স।
কোরিয়ার বিরুদ্ধে হার ইতালির
রাউন্ড ১৬-এর ম্যাচে এবার ধাক্কা খায় ইতালি। সেই সময় ইতালির লাইন আপ অত্যন্ত শক্তিশালী। কিন্তু রাউন্ড ১৬-এর ম্যাচে কোরিয়ার কাছে হারতে হয় ইতালিকে। সেবার বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করে কোরিয়া।
কোস্টারিকার বিরুদ্ধে হার ইতালির
এবারও অঘটন ইতালির। রিও বিশ্বকাপে কোস্টারিকার বিরুদ্ধে হারে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারায় কোস্টারিকা। কিন্তু পরের ম্যাচেই ইতালিকে হারিয়ে কোস্টারিকা জানিয়ে দেয়, কোনও অঘটন ছিল না। ০-১ গোলে জেতে তাঁরা।