একটা টিকিট চার লাখ! কাতার বিশ্বকাপে ফের টিকিটের কালোবাজারির অভিযোগ। এবার দ্বিতীয় সেমিফাইনালের ম্য়াচ ঘিরে। বুধবার ভারতীয় সময় মধ্যরাতে আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও এই বিশ্বকাপের বিস্ময় মরক্কো। তার আগে টিকিটের হাহাকারের সঙ্গে পাল্লা দিয়েছ কালোবাজারি। এই পরিস্থিতিতে মরক্কো ম্য়াচ দেখার জন্য মঙ্গলবার থেকে দোহায় এসেছেন শয়ে শয়ে সমর্থক। দোহা বিমানবন্দরের এক তথ্য়ে দাবি করা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত ইউরোপ এবং মরক্কো থেকে এই ম্য়াচ দেখার জন্য কাতার এসেছেন কমপক্ষে পাঁচ হাজার জনতা। যার ফলে টিকিটের চাহিদা আরও বেড়ে গিয়েছে। আর সেই সুযোগেই বাড়ছে কালোবাজারি। কাতার পুলিশ জানিয়েছে, ভারতীয় টাকায় ১৭ হাজার টাকা টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে চার লাখ টাকায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এদিকে, ফ্রান্সের দূর্গ এদিন ভাঙবেই। কাতারে এসে এমনটাই দাবি মরক্কোর সমর্থকদের।
নিঃসন্দেহে এই বিশ্বকাপের বিস্ময় মরক্কো। তাঁদের দেশ এত পর্যন্ত আসবে, তা কল্পনাতেও ভাবতে পারেননি অতিবড় সেই দেশের ফুটবল সমর্থক। কিন্তু সেমিফাইনালে ওঠার পর সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ আম মরক্কোবাসি। তাই সোমবার থেকেই দেশের বিমানবন্দরের সামনে লম্বা লাইন পড়েছিল। একটা উড়ানের টিকিটের জন্য সবাই ঝাঁপিয়েছেন। যিনি পেয়েছেন, তিনি নিজেকে ভাগ্যবান বলেই দাবি করেছেন।
এদিকে ফ্রান্স-মরক্কো ম্য়াচ নিয়ে কড়া নিরাপত্তা দোহার প্রতিটি রাস্তায়। এমনকী ইউরোপের বিভিন্ন দেশেও এই ম্য়াচ ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে প্য়ারিসে ম্য়াচ শেষের পর ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। নিষিদ্ধ হয়েছে ম্য়াচ শেষের উল্লাস।