ভারতীয় ফুটবলেও (Indian Football) এবার থাবা বসাল করোনাভাইরাস (Coronavirus)। যার জেরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট আই লিগ (I league) নিয়ে তৈরি হল তীব্র অনিশ্চয়তা।
ISL: এফসি গোয়াকে ২-১ গোলে দুরমুশ করল মোহনবাগান, গোল পেলেন কৃষ্ণা-কোলাসো জুটি
অন্ততপক্ষে এক সপ্তাহের জন্য চলতি আই লিগকে স্থগিত করে দিতে বাধ্য হল ভারতীয় ফুটবল ফেডারেশন -এআইএফএফ (AIFF)! কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে এবারের আই লিগের আসর অনুষ্ঠিত হচ্ছে। বায়ো বাবলের মধ্যে থেকে এইবারের আসর অনুষ্ঠিত হলেও বাবলের সুরক্ষা ভেঙে ৮ জন ফুটবলার আক্রান্ত হয়েছেন। ফলে লিগ না পিছিয়ে উপায় ছিল না ফেডারেশনের।
রিয়াল কাশ্মীরের পাঁচ ফুটবলার এবং তিন টিম অফিসিয়াল করোনা আক্রান্ত হয়েছেন। মহামেডান স্পোর্টিং ক্লাব, শ্রীনিধী এফসি আইজল এফসির একজন করে ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।
এক জরুরিকালীন ভিত্তিতে আয়োজিত সভার পরে সুব্রত দত্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, '৩০ এবং ৩১ ডিসেম্বরের ম্যাচগুলো রিশিডিউল করা হবে। জানুয়ারি মাসের ৪ তারিখ রিভিউ মিটিং করার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'