একটা সাক্ষাৎকার। তাতে বিক্ষোরক মন্তব্য। তার জেরেই হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে চিরকালের জন্য বন্ধ হতে চলেছে ম্য়ানচেস্টার ইউনাইটেডের দরজা। ফলে বিশ্বকাপের আগেই প্রশ্ন, কাতারের পর কী করবেন সিআর সেভেন ? ইংল্য়ান্ড ছাড়ার আগে টেলিভিশন সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো অভিযোগ করেছিলেন, ম্য়ানচেস্টার ইউনাইটেড বিশ্বাসঘাতক। দলে তাঁর কোনও সম্মান নেই।
এবার এই ইস্য়ুতে মুখ খুলেছেন ম্য়ান ইউ কোচ এরিক টেন হ্য়াগ। রোনাল্ডোর বিরুদ্ধে তাঁর পালটা অভিযোগ, মিথ্যা কথা বলছেন পর্তুগিজ ফুটবলার। কারণ, তাঁকে ক্লাবের মধ্যে একজন সিনিয়র ফুটবলার হিসাবে অনেক সম্মান দেওয়া হয়। কিন্তু তিনি সেই সম্মানের যোগ্য় কীনা, তা রোনাল্ডোকে ভাবতে হবে। সিআর সেভনের বিরুদ্ধে দলের অন্দরে রাজনীতি করার অভিযোগও করেছেন ম্য়ান ইউ কোচ।
ইতিমধ্য়ে রোনাল্ডোর এই বিস্ফোরক অভিযোগে চটেছেন রেড ডেভিলসের প্রাক্তনরা। রিও ফার্দিনান্দ থেকে পল স্কোলস। সবার মুখেই রোনাল্ডোর নিন্দা। তাঁদের দাবি, বিশ্বকাপের আগে এমনটা করা ঠিক হয়নি। ক্লাবের কাছে তাঁদের আর্জি, এমন ফুটবলারকে নেওয়া থেকে ছেড়ে দেওয়াই ভাল। এই বিতর্কের মধ্যেই বিশ্বকাপের অনুশীলনে এখন ব্যস্ত রোনাল্ডো। বেশ কঠিন গ্রুপ থেকেই এবার অভিযান ইউরোপের সবুজ-মেরুনের।